১০০ দিন অনশন করা জুনিয়র ডাক্তারদের সরকার গুরুত্ত দিল না
অমল গুপ্ত ,কোলকাতা :পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য বিভাগের নানা দূর্নীতি প্রতিবাদে ১০০ দিন ধরে অনশন ধর্মঘট করছেন। গতকাল রাতে মুখ্যসচিব আমন্ত্রণ করে ডাক্তার প্রতিনিধিদের সঙ্গে কোন সদর্থক সাড়া দিলেন না।অনশনরত ডাক্তারদের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী নাড্ডা আজ কলকাতায় আসছেন। ডাক্তাররা হতাশ।অনশন প্রত্যাহার করছেন না। ডাক্তাররা ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে দাবী জানিয়ে আসছে।প্রধান দাবি গতকাল রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থের বিনিময়ে পাশ ফেল করানো হয়।থ্রেট কালচার চলছে।আর জি কর এ নিহত ডাক্তার থ্রেট কালচার এর বলি হয়েছেন। ডাক্তারদের দাবী সব মেডিক্যাল কলেজে এই হুমকি সংস্কৃতি বন্ধ করতে হবে।কিন্তু সরকারের সদিচ্ছা নেই । গতকাল জুনিয়র ডাক্তারদের মিছিল কে পুলিশ বাধা দেয়। নানাভাবে হয়রান করে গাড়ীর চাবী পুলিশ কেড়ে নেয়। রাজ্যের ডাক্তার নার্স রা গতকাল সি জিও কমপ্লেক্স গিয়ে সিবিআই বলে আর জি কর কান্ড মাত্র একজনকে অভিযুক্ত করা কেন হল কেন।
কোন মন্তব্য নেই