Header Ads

বিশ্বের ফুসফুস আমাজন প্রচণ্ড খরা তে ৭০ শতাংশ শুকিয়ে গেছে

অমল গুপ্ত ,কোলকাতা : বিশ্বের ৫০ শতাংশ অঞ্চলে মানুষের জীবনধারনের জরুরি অক্সিজেন যুগিয়ে  থাকে  আমাজন । কয়েকটি মহাদেশ কে নিয়ে ব্রাজিল অঞ্চলের আমাজন  অরণ্য অঞ্চলের ৭০ শতাংশ এলাকা তীব্র জল কষ্ট  শুকিয়ে যাচ্ছে।আর্ন্তজাতিক মহলের উদ্বেগের খবর এসেছে। এই অরন্যের এক বৃহৎ অংশ জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। আগামী ২০৩০ ,৪০ মধ্যে ভারতের অধিকাংশ অঞ্চলে ভু গর্ভের জল শুকিয়ে যাবে। এখনি চেন্নাই ,হায়দরাবাদ জল কষ্টে ভুগছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.