Header Ads

ঝড় জল আসবে ডানার আক্রমণ আসছে

বৃহস্পতির সকালে দানার হানার আশঙ্কা 

আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়েছে আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এসে সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। বৃহস্পতিবার সকালে সেটি উড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে হাজির হতে পারে। ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে সে ব্যাপারে রবিবার রাত পর্যন্ত আবহাওয়া দফতর নিশ্চিত কিছু না জানলেও এই প্রভাব যে বাংলার উপরে পড়বে, সে কথা জানানো হয়েছে। ভারি থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু সতর্কতাও  জারি হয়েছে। মংস্যজীবীদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
  উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়ের নামের একটি তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী আসন্ন ঝড়টির নাম হবে দানা। নামটি ওমানের দেওয়া। আরবি ভাষায় দানার অর্থ দামী মুক্তো। আবহবিদদের অনেকে বলেছেন বর্ষার শেষ থেকে শীতের শুরু এই পূর্বে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল উপস্থিতি থাকে।  তাই এই সময়কে ঘূর্ণিঝড়ের কাল বলা হয়। সেই হিসেবে দেখলে এই ঘূর্ণিঝড় তৈরি একবারে অস্বাভাবিক নয়। উপরোক্ত এবছর সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরের তাপমাত্রা তুলনায় বেশি ছিল। তাতে একের পর এক জোরালো নিম্নচাপ তৈরি হয়েছে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.