Header Ads

বহু ভাষিক কবিতা উৎসব

৩য় প্রজ্ঞা মেইল বহুভাষিক কবিতা উৎসবের ঘোষণা
উৎসব চলাকালীন অর্জুন চন্দ্র বর্মণ লাইফটাইম অ্যাওয়ার্ড প্রদান করা হবে
*এই বছর দুটি নতুন বিভাগ চালু করা হবে
* "সাহিত্য রত্ন" এবং "কবি রত্ন পুরস্কার" আসন্ন প্রতিভাদের স্বীকৃতি দিতে

নয়াদিল্লি, অক্টোবর 1, 2024: প্রজ্ঞা মেল বহুভাষিক জাতীয় কবিতা উৎসবের তৃতীয় সংস্করণ জাতীয় রাজধানীতে 15 ডিসেম্বর (রবিবার) 2024 এ অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদ সদস্য কৃপানাথ মাল্লা বলেন, ভাষার সম্প্রীতির মাধ্যমে জাতীয় সংহতি গড়ে তোলার লক্ষ্যে পূর্ববর্তী দুই সংস্করণের সাফল্যের পর বহুভাষিক কবিতা উৎসবটি সাহিত্য জগতে মর্যাদা লাভ করেছে।
আয়োজক কমিটি সাহিত্য জগতের একজন সুপরিচিত ব্যক্তিত্বকে অর্জুন চন্দ্র বর্মণ আজীবন সম্মাননাও প্রদান করবে।
এ বছর সাহিত্য ও কবিতায় আসন্ন প্রতিভাদের স্বীকৃতি দিতে দুটি নতুন পুরস্কার প্রবর্তন করা হবে।
উদীয়মান কবিদের মধ্যে একজনকে উদীয়মান ‘সাহিত্য রত্ন পুরস্কার’ এবং অন্যজনকে ‘কবি রত্ন পুরস্কার’ প্রদান করা হবে।
কবিতা উৎসবের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পৃষ্ঠপোষক বিশিষ্ট লেখক হিতেশ ব্যাস, প্রখ্যাত সাংবাদিক রত্নজ্যোতি দত্ত ও প্রধান সংগঠক অরুণ কুমার বর্মন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.