বাংলা অসমীয়া ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল
অমল গুপ্ত ,কোলকাতা : দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এবং হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারের কাছে পত্র দিয়ে বাংলা ,অসমীয়া ভাষা কে ধ্রুপদি ভাষা হিসাবে স্বীকৃতি দেবার দাবী জানিয়েছিলেন। সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার রাজ্যসভায় এই দাবিতে জোরালো দাবী জানিয়েছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা এক গবেষণামূলক প্রতিবেদন পেশ করেছিলেন।অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও নানা তথ্য কেন্দ্রকে দিয়েছিলেন তারই ফলশ্রুতি এই স্বীকৃতি। এই বাংলা ভাষা স্বীকৃতি পাওয়ার পর বাংলার আড়াই হাজার বছরের পুরনো ইতিহাস জানা গেছে। অসমীয়া ভাষাও অন্যতম প্রাচীন ভাষা তাও প্রামনিত হয়েছে।এই দুই ভাষার সঙ্গে মারাঠি ,পালি ও প্রা কৃত ভাষা স্বীকৃতি পেলো। এই স্বীকৃতি বলছে বাংলা সারা দেশে সর্বোচ্চ কথিত ভাষা। বিশ্বর নিরিখে স্থান এই ভাষার স্থান সপ্তম। দুর্গাপুজোর পবিত্র সময়ে এই স্বীকৃতি আশায় প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ বাসীকে অভি নন্দন জ্ঞাপন করেছেন। বিশ্বের সমস্ত বাংলাভাষীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অসমে সাহিত্য ভাষা জগতে ও খুশির হওয়া। মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া ভাষার স্বীকৃতি কে ঐতিহাসিক জয় বলে দাবি করে বলেন অসমীয়া ভাষা র আলাদা পরিচয় আছে।নিজস্ব প্রাচীন ভাষা সংস্কৃতি আছে ।এই স্বীকৃতি তে প্রমাণিত হল। অসমে শিলচরে এবং বাংলাদেশে ছাত্ররা বাংলা ভাষা স্বীকৃতির দাবিতে পুলিশের গুলিতে প্রাণ আহুতি দিয়েছিলেন।
কোন মন্তব্য নেই