বদরপুর গান্ধী জয়ন্তী পালন
*গান্ধী জয়ন্তী পালনে "যুবশক্তি এনজিও ও নেতাজী বিদ্যা ভবন স্কুল"বদরপুরে.....*
*নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর:*
গান্ধী জয়ন্তী পালন করে বদরপুরের বিভিন্ন এলাকায় সংগঠন গুলি । তার সঙ্গে তাল মিলিয়ে,গতকাল ২রা অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০ বছর জন্মদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত করে বদরপুর "যুবশক্তি এনজিও আর নেতাজী বিদ্যা ভবন" । মহাত্নাগান্ধী ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংসা আন্দোলন করেছিলেন ভারতের স্বাধীনতা আনতে ।
"স্বচ্ছ ভারত" আভিযান সমৃদ্ধি করতে বদরপুর কয়েকটি জায়গাকে নির্ধারিত করে যুবশক্তি এনজিও-এর সদস্য ও ছাত্র-ছাত্রী সহ নেতাজি বিদ্যা ভবন স্কুল অডিটোরিয়ামে সর্বধর্ম প্রার্থনা, স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা শিবির,আর্ট প্রতিযোগিতায় ৫০-৬০ জন অংশ নেন। তাছাড়া নির্ধারিত স্থানে স্থানে "স্বচ্ছ ভারত অভিযান ",স্যানিটেশন কার্যক্রম করা হয়। ঐদিন আর্ট প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় বলে এনজিও- সূত্রে জানান হয়। ঐদিনের অনুষ্ঠানে বেশ কিছু সুশীল সমাজের ব্যেক্তিত্ব অংশ নিয়েছেন ঐ দিনে অনুষ্ঠানে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও জন্মদিন।
কোন মন্তব্য নেই