দেবীপক্ষের সূচনা হয়েছে অসুর নিধন হবেই আশা নির্যাতিতার মায়ের
অমল গুপ্ত ,কোলকাতা দেবী পক্ষের সূচনা হয়েছে অসুর নিধন হবেই, নির্যাতিতার মা এই আশা প্রকাশ করেছেন ২ অক্টোবর আনন্দবাজারের অনুরাধা রায় দাবী করেছেন " "হোয়াটাস আপে ভাইরাল ম্যাসেজ মেয়েটির হত্যাকারীদের অধিকাংশ মুসলমান সম্প্রদায়ের ছিলেন। " ৩,অক্টোবর আনন্দবাজার সংবাদিক শুভাশিস ঘটক তাঁর তদন্ত মুলুক প্রতিবেদনে লিখেছেন " বার বার প্রবল ভাবে মৃতার গলা টিপে থাইরয়েড কার্টিলেজ গুরুতর জখম করার আভাস মিলছে। সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ,নাক ও চেপে ধরা হয়।"এর পর দেহের উপরের অংশে আঘাত করা হয়।তখনই চোখ ও মুখের ভিতরে রক্তপাত হয়েছে। শরীরে ২৪ টি আঘাতের চিহ্ন ছিল। শরীর জুড়ে বেধড়ক মারের চিহ্ন ছিল।সংবাদিক জানান চিকিৎসক পড়ুয়া কে হত্যা করা প্রধান উদ্যেশ্যে ছিল বলে তদন্ত কারী সূত্র দাবি করেছে। তদন্তে ইচ্ছাকৃত ধোঁয়াশা ছড়ানো হয়েছে।
কোন মন্তব্য নেই