দেশের প্রাণ পুরুষ রতন টাটা কে অসম সরকার সর্বচ্চো পুরস্কার দিয়েছে
অমল গুপ্ত ,কোলকাতা ১০ অক্টোবর : মহৎ জীবনের প্রয়াত ,রতন টাটা ৮৬ বছরে চলে গেলেন।তিনি আজীবন দেশের জন্যে চিন্তা করে গেলেন।অসম সরকার তাকে সর্বচ্চো পুরস্কার প্রদান করেন। পক্ষান্তরে পশ্চিমবঙ্গ সরকার তাকে মারুতি শিল্প স্থাপন করতে না দিয়ে অপমান করে।অসম কে ভালবেসে রতন টাটা ১৫ টি মত ক্যান্সার হাসপাতাল গড়ে দিয়েছেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রতন টাটা সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন।সম্প্রতি জাগি রোডে ২৭ হাজার কোটি টাকার ছোট গাড়ি নির্মাণের উদ্যোগ সূচনা করেন।
কোন মন্তব্য নেই