Header Ads

কান্দি সাধারণ পাঠাগারে রুদ্র শংকর দাসের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ২৮ সেপ্টেম্বর : শতবছরের প্রাচীন কান্দি সাধারণ পাঠাগারে  রুদ্র শংকর দাস কে বিদায় সম্বর্ধনা জানানো হয়। বিশিষ্ট নাগরিক তারাপদ মণ্ডলের পৌরহিত্য এ  অনুষ্ঠিত এই বিদায় সম্বর্ধনা সভায়   বিশিষ্ট নাগরিক হেমেন্দ্র কুমার ঘোষ ,সুপ্রভাত বাগচী, ,প্রণব আচার্য , দেবব্রত   চার্টার্জী,অমিয় চার্টজী , সংবাদিক অমল গুপ্ত  চন্দ্র শেখর কর্মকার শ্যামল প্রধান ,   উৎপল চক্রবর্তী ,জগন্নাথ দত্ত  ,প্রণব কুমার সিনহা   প্রমুখ উপস্থিত ছিলেন। রুদ্র শংকর দাস কে ফুলের তোড়া সহ কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়। বর্তমান গ্রন্থাগারিক  অমিয় চটার্জী  আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.