পশ্চিমবঙ্গ পৌঁছিয়ে সব দিকে
মাপকাঠিতে পিছিয়েই চলেছে বঙ্গ
কত ৬ দশকে পশ্চিমবঙ্গ আর্থিক মাপকাঠিতে অন্য রাজ্যের তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্ট্র পরিষদের সদ্য প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি যখন অর্থনীতির দিক থেকে এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে গিয়েছে। ১৯৬০-৮১ ৬১ অর্থ বছরের দেশের ডিজিপিতে পশ্চিমবঙ্গ ভাগ ছিল প্রায় ১০ শতাংশের বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে দেশের বিজেপিতে পশ্চিমবঙ্গের ভাগ পাঁচ শতাংশের ঘরে নেমে এসেছে।
প্রধানমন্ত্রী আর্থিক পরিষদের সদস্য। অর্থনীতিবিদ সঞ্জীব স্যান্যাল এবং যুগ্ন-অধিকর্তা আকাঙ্ক্ষা আরোরার তৈরি এই গবেষণারপত্র অনুযায়ী পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক অবস্থা বরাবরই চিন্তার কারণ। তবে পশ্চিমবঙ্গ কয়েক দশক ধরে তুলনায় লাগাতার পিছিয়ে পড়েছে। বিহারের তুলনামূলক অবস্থান গত দুজনকে কিছুটা থিতু হয়েছে। বিহার অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে ছিল। বাকিদের সমান সারিতে আসতে যথেষ্ট বেশি আর্থিক বৃদ্ধি প্রয়োজন ছিল। ওড়িশা বরাবরই পিছিয়ে থাকলেও সাম্প্রতিক বছরে যথেষ্ট উন্নতি করেছে। সামগ্ৰিক ভাবে একমাত্র পশ্চিমবঙ্গ বাদে সমুদ্রের সঙ্গে লাগোয়া রাজ্যগুলি অন্যদের ছাপিয়ে গিয়েছে।
কোন মন্তব্য নেই