Header Ads

অসমে দুর্গাপুজোয় অসমীয়া ভাষায় ব্যানার পোস্টার লাগানো বাধ্যতামূলক

অমল গুপ্ত ,কোলকাতা  অসমে  এক কোটির মত বাঙালি হিন্দুর বাস ,তাদের মাতৃ ভাষা  বাংলা ।এই  বৃহত্তর জনগোষ্ঠি  আবেগের ভাষা বাংলা ,এবার পুজোয়   বাংলা ভাষার  ব্যানার,  পোস্টার ব্যবহার করতে পারবে না।অসম সরকার এক এস ও পি প্রকাশ করে এই নির্দেশ দিয়েছেন।বলে অসমের এক স্থানীয় চ্যানেল সূত্রে জন গেছে।  বাংলাদেশে দুর্গাপুজোর উপর নানা বাধা বলবৎ করা হয়েছে।পুজো করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে বলে   পুজো কমিটি গুলিকে হুমকি দেওয়া হয়েছে।অনেক পুজো মণ্ডপ ভাঙ্গ চুর করা হয়েছে।তবে চট্টগ্রাম সহ কয়েকটি জায়গা থেকে দুর্গা পুজো উৎসবের খবর এসেছে। অপর দিকে পশ্চিমবঙ্গে  দুর্গার মেয়েকে   নির্মম ভাবে হত্যা করা হয়েছে। গত ৯ আগস্ট  সরকারি হাসপাতালের ঘেরা টপে পড়ুয়া ডাক্তারকে হত্যা করা হয়। ৩১ বছরে শরীরে  ১১৩ টি ক্ষত চিহ্ন , মুখ ঠোঁট, যৌনাঙ্গ  রক্তাত্ব  ,দুষ্কৃতীরা ১৫০ গ্রাম বীর্য  ফেলে গেছে বলে পোস্টমর্টেম ভয়ংকর  রিপোর্ট দাবী করা হচ্ছে।  সিবিআই  পোস্টমর্টেম বহু ত্রুটি ধরেছে।সরকারের  একাংশ  পুলিশ , একাংশ  ডাক্তার। রাজনীতিবিদ প্রমাণ লোপাটের জন্যে  রাতদিন কাজ করছে। সারা দেশ  বিদেশ প্রতিবাদে ঝড়   উঠেছে ।কলকাতায়  প্রতিবাদ রুখতে  পুলিশ  ১৪৪ জারি করেছে। পুলিশ।।বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো উৎসব এবার সংকটে। শুধু  বাংলা নয় অসম বাংলাদেশও  নানা বাধার সন্মুখীন হয়েছে।আর জি কর হাসপতালে খুন হওয়া জুনিয়র ডাক্তারের প্রতিমূর্তি বসানো হবে। হত্যার দিন ৯আগস্ট অভিশপ্ত দিনটি উদযাপন করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.