কলকাতা আর জি কর ধর্ষণ কান্ড আজ সারা পৃথিবী নিন্দা করছে
নয়া ঠাহর , কলকাতা কোলকাতা আর জি কর ধর্ষণ ও খুনের মামলায় একাধিক অপরাধী জড়িত ,তাদের মাথা রা জড়িত।আজ ২২ দিন অতিক্রান্ত কাউকে সিবিআই গ্রেফতার করতে পারেনি।কোলকাতা পুলিশ আন্দোলনকারীদের হুমকি দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে। গতকাল বোলপুর থেকে এক নার্স কে ধর্ষণ করার এক যোগ এসেছে। কলকাতাতে এক ঘটনা ঘটেছে।পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না।লজ্জার কথা পাকিস্থান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পর্যন্ত কলকাতার ঘটনার তীব্র নিন্দা করেছে।এমন কি রামকৃষ মিশন ও।
কোন মন্তব্য নেই