দুর্গোৎসবের সঙ্গে প্রকৃতি সেজে ওঠে কাশ ফুল ,শিউলি ফোটে অসমীয়া র বিহু উৎসবের সঙ্গে বিহু উৎসবের সঙ্গে অর্কিড বা কপো ফুল ফোটে
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ : বাংলদেশে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজোর আয়োজন করতে দিচ্ছে না দুষ্কৃতীরা , পুজোর সময় ঢাক বাজানো যাবেনা।মা দুর্গার আবাহন প্রকৃতি সেজা উঠে নদীর কিনারে কাশ ফুল ফোটে ফোটে ,শিউলি স্থলপদ্ম ,সেই কাশ ফুল আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কলাগাছ দূর্বা ঘাস ,বেল গাছ ছাড়া হচ্ছে না। এমন ভিডিও দেখে সবাই অবাক হচ্ছেন।প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ ! ভাবা যায়।বাংলাদেশের একাংশ দুষ্কৃতী সেই কাজে হাত দিয়েছেন।বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ও ধর্ম উপদেষ্টা কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন যাতে বাঙালি দের দুর্গা পুজোতে কোনো অঘটন না ঘটে, নিরাপত্তার অভাব না ঘটে।কিন্তু বাংলাদেশী একাংশ দুষ্কৃতী টা মানছেন না।পুজোতে বাধা দিচ্ছে।বাংলদেশে মহিলারা জেগে উঠেছে নিজেদের অধিকার দাবিতে পথে নেমেছে।এপারে সারা পশ্চিমবঙ্গে এমন কি বিশ্বে কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হত্যার প্রতিবাদ করছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের গায়ক অরিজিৎ সিং লন্ডন কে মাতিযে দিয়েছে। আর কবে হবে ,,,গানটি গাইতে রাজি হননি অরিজিৎ ।তার যুক্তি ওই গান আবেগের গান প্রতিবাদের গান।সব জায়গায ওই গান করা যায় না। এই ঘোলা জলে মালদহ জেলা থেকে বিশ্বকর্মা প্রতিমা ভেঙে ফেলার অভিযোগ এসেছে। ডিভিসি তিলপাড়া পান চেত ,দুর্গাপুর বারেজ থেকে জল ছড়ায় কয়েক হাজার গ্রাম প্লাবিত হয়েছে।তিন জন মারা গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাকে " ম্যান মেড' বলেছেন। ঝাড়খণ্ড বংলার বর্ডার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ডি ভি সি এই ঝাড়খণ্ড অবস্থিত।
কোন মন্তব্য নেই