মুর্শিদাবাদ জেলা তে নদীর জল বাড়ছে বন্যা ভাসছে জনপদ
নদীর জল উপচে বিচ্ছিন্ন তিন ব্লকের কয়েকটি গ্ৰাম
টানা তিন দিনের বৃষ্টির জেরে নদীর জল উপচে জলমগ্ন হয়ে পড়েছে খড়গ্ৰাম, বড়ঞা ও ভরতপুর ১ ব্লক এলাকার চারটি গ্ৰাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্ৰাম। মূলত কৃষি জমিগুলি ডুবে গিয়েছে। বিভিন্ন হয়ে পড়েছে একাধিক গ্ৰামের যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে খড়গ্ৰাম ব্লকের ঝিল্লি ও পদমকান্দি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় দ্বারকা নদের জল বাড়ার কারণে প্রায় তেরোটি গ্ৰামের বাসিন্দারা জলবন্দি হয়ে পড়েছেন। অন্যদিকে, বড়ঞা ব্লকে সুন্দরপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকার সোনাভাড়ুই গ্ৰামের একমাত্র রাস্তা কুঁয়ে নদীর জলে ডুবে গিয়েছে। ভরতপুর ১ ব্লকের গড্ডা গ্ৰাম পঞ্চায়েত এলাকাও জলমগ্ন হয়েছে। কান্দির মহকুমাশাসক উংকর্ষ সিংহ বলেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিডিও ও পঞ্চায়েত প্রধানদের সরকারি ভাবে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই