সঞ্জয় দাঁতের মাপে কি অপরাধের সূত্র মিলবে
সঞ্জয় দাঁতের মাপেই কি খুলবে জোট
ফরেসিকের নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্তের রিপোর্টের ত্রুটিবিচ্যুতি'র জেরে তদন্ত ধাক্কা খাচ্ছে বলে সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রের দাবি। এমনকি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের কলকাতা পুলিশর হাতে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে আদালতে পেশ করার জন্য যে তথ্যপ্রমাণ জোগাড় করা হচ্ছে, তাতেও ধোঁয়াশা থেকে যাচ্ছে বলে তদন্তকারীদের সূত্রেই জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে কী করছে সিবিআই? এক কর্তা বলেন, "নানা প্রতিকূলতাতেও সব রকমের চেষ্টা করা হচ্ছে। তাঁর ব্যাখ্যা যেমন ময়না তদন্তে নির্যাতিতার চোয়ালের পাশে একটি কামড়ের দাগের কথা বলা হয়েছে। ভিডিয়োগ্ৰাফির ছবিতেও সেই দাগ চোখে পড়ছে। ওই ছবির আলাদা ফ্রম কেটে প্রযুক্তির সাহায্যে ওই দাঁতের কামড়ের দাগ অনেকটা স্পষ্ট করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শিয়ালদহ আদালতের অনুমতি গিয়ে প্রেসিডেসি সংশোধনাগারে গিয়ে সঞ্জয়ের দাঁতের মাপজোক করেছেন সিবিআইয়ের ফরেসিক দলের সদস্যেরা। ভিডিয়োগ্ৰাফিতে কামড়ের দাগের ছবি এবং সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা ফরেসিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। বুধবার সন্ধ্যার এবং বৃহস্পতিবার সকালে সঞ্জয়ের দাঁতের নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে দাবি সঞ্জয়ের দাঁতের রিপোর্ট ময়না তদন্তের ভিডিয়োগ্রাফির ছবির সঙ্গে না-মিললে খুন ধর্ষণে অন্য কারও উপস্থিতির আভাস মিলবে। তাতে তদন্তের মোড় ঘুরে যাবে।
কোন মন্তব্য নেই