Header Ads

অসমে তিন জেলার জনসংখ্যা থেকে আধার কার্ড সংখ্যা বেশি , ধুবরী জেলার নাম ও আছে

অমল গুপ্ত ,গুয়াহাটি ,কোলকাতা : অসম এ জাতীয় নাগরিক পঞ্জী রূপায়নের নামে ব্যাপক দূর্নীতি চলছেই।৫৫হাজার সরকারি কর্মচারী তিনবছর থেকে ১৬ ০০ কোটি টাকা ব্যয় করে এন আর সি রূপায়ণ করে।   ১৯ লাখ মানুষের  নাম বাদ পড়ে তার অধিকাংশ ভারতীয় নাগরিক। বায়ো মেট্রিক পরীক্ষার নামে ২৬ লাখ ভারতীয় নাগরিকের আধার কার্ড বাতিল করা হয়। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ দূর্নীতি করে  ভারতীয় নাগরিকদের  বিদেশি বানিয়ে দেওয়া হয়  এর অধিকাংশ বাঙালি হিন্দু সম্প্রদায়ের বলে বিভিন্ন সূত্রে  অভিযোগ করেছে। বিশাল অঙ্কের এএন  আর সি প্রতিবেদনও সরকার গ্রহন করেনি।  এবার অভিযোগ এসেছে। আধার কার্ড   রাজ্যের  চার জেলা নগাঁও,  মরিগাও, বড় পেটা ও ধুবরি জেলার জনসংখ্যার তুলনায় আধার কার্ড বেশি। মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লখিমপুরে সংবাদিক সন্মেলনে আধার কার্ড সম্পর্কে বলেন এবার থেকে আধার কার্ড নিতে গেলে ডেপুটি কমিশনার দের কাছ থেকে এন ও সি  সার্টিফিকেট নিতে হবে।  প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন সম্পর্কে মুখ্য মন্ত্রী বলেন কমিটির পরামর্শ বাস্তবায়ন চেষ্টা হবে। অসমীয়া  ভূমি পুত্র  সংজ্ঞা  রূপায়ণ   নিয়েও মন্তব্য করেন নি। অসম এ জনসংখ্যার তুলনায়  আধার্ কার্ড  বেশি  ,পশ্চিম বঙ্গে একই অবস্থা রেশন কার্ড বেশি।     অসম সরকার যেকোনো পরীক্ষায়   নকল করা ধরা পড়লে পুলিশ গ্রেফতার করবে   এমন কি অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করবে মুখ্যমন্ত্রী  আজ এই  হুশিয়ারি দেন।।রাজ্যে ধর্ষনের ক্ষেত্রে  জিরো টলারেন্স গ্রহণ করেছেন। অসমে অপরাধীরা ধর্ষনের মত দুষ্কর্ম করার আগে পাঁচবার ভাববে।  দেশের কোনো রাজ্যে এমন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি।












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.