একমাসের বেশি হলেও নির্যাতিতা ডাক্তার বিচার পেলেন না ,অপরাধীরা ধরা পড়েনি
অমল গুপ্ত ,কোলকাতা : সুপ্রিম কোর্টে গতকাল শুনানির সময় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের সমালোচনা করা হয়। কলকাতা পুলিশ একমাত্র ব্যক্তিকে গ্রেফতার করে সেও চুক্তি ভিত্তিক কর্মী আবার সে সিভিক পুলিশ ।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র চুর সেই চুক্তি ভিত্তিক কর্মীর কথা উল্লেখ করে ।আশঙ্খা প্রকাশ করেন চুক্তি ভিত্তিক কর্মীদের দ্বারা অপরাধ সংঘটিত হয়েছে। অবিলম্বে স্থায়ী ভাবে পুলিশ নিয়োগ করতে হবে। আন্দোলন রত জুনিয়র ডাক্তার দের অভিযোগ আর জি কর a এখনও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে।স্থায়ী পুলিশ কর্মী নিয়োগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারদের দাবী মেনে কলকাতা পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য বিভাগের পদস্থ অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় নি।সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে মুখ বন্ধ খামে ।নির্যাতিতার বাবা,। মা ও সিবিআই কে চিঠি দিয়েছেন ।প্রধান বিচারপতি মা বাবার চিঠিকে গুরুত্ত দেবার কথা বলেছেন সিবিআই কে।সিবিআই এর রিপোর্ট দেখে প্রধান বিচারপতি চমকে গেছেন। বিচলিত বোধ করেছেন। জুনিয়র ডাক্তারদের আইন জীবি জানান এই গোপন রিপোর্টে বিস্তারিত আছে।প্রকাশ্যে আনা ঠিক হবে না।
কোন মন্তব্য নেই