আজকাল ধর্মের মধ্যে রাজনীতি ঢুকে গেছে , দেশে যুব প্রজন্ম র দুর্নীতি অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: দেশে ধর্মের নামে রাজনীতি প্রবেশ করেছে। যুব প্রজন্ম চূড়ান্ত দুর্নীতির শিকার।শিক্ষিত শ্রেনীর মধ্যে দুর্নীতি বেশি। মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কবিরাজ দিলীপ সেনগুপ্ত ৯৩ বছর ৮মাস বয়সের এই উপলব্ধি।তিনি কোনো আশার বাণী শোনাতে পারছেন না।
ধর্মের নামে অধর্ম নোংরা রাজনীতি। হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করার মানুষ নেই। রাজ্যের বিশিষ্ট কবিরাজ কানাই পদ সেনগুপ্তের পুত্র দিলীপ সেনগুপ্ত বিজয়নগর থেকে প্রায় কিলোমিটার পায়ে হেঁটে জেল রোডের গুপ্ত ভবনে এসে দুকাপ চা খেয়ে ভবিষ্যত অন্ধকার জীবনের দিকে আঙুল তুলে উদ্বেগ প্রকাশ করেন।বলেন আশার কোনো কিরণ দেখা যাচ্ছে না।প্রায় ৯৪ বছর বয়সে প্রতিদিন ভোর চারটা নাগাদ ঘুম থেকে উঠে নিজে হাতে চেম্বার সাফ করে নিজের জামা কাপড় সাফ করে। দু চামচ ছাতু, দু কোয়া রসুন খেয়ে চেম্বারে বসেন। আগে দুপুরে এক বড় এক বড় চামচ সেদ্ধ ভাত খেতেন, তাও বাদ দিয়েছেন।রাতে এক কাপ দুধ খেয়ে শুতে যাবেন বলে আজ ২৬ সেপ্টেম্বর অপরাহ্নে এক সাক্ষাৎকারে এই প্রতিবেদক কে জানান। জীবন সাধনার কথা জীবন দর্শনের কথা বর্তমান প্রজন্ম চূড়ান্ত দূর্নীতি অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।বাংলা ১৩৩৫ সালের ২১ ফাল্গুন মুর্শিদাবাদ জেলার মামারবাড়ী জরুর এ দিলীপ সেনগুপ্ত যিনি আমাদের সবার প্রিয় দিলুদা র জন্ম।এই বয়সে নিয়মিত বাজার করেন, প্রতিদিন কিছু লেখালিখি করেন। দৈনন্দিন জীবনের স্মৃতি চারণ জীবন বোধ মানুষের ভালবাসা তাকে বাঁচিয়ে রেখেছে।
কোন মন্তব্য নেই