সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য চলে গেলেন
সমাজ মনষ্ক এক কবিকে হারাল বরাক উপত্যকা - প্রদীপ দত্তরায়।
অসময়ে ও অপ্রত্যাশিত ভাবে চলে গেলেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি ও সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য। আজ শিলচর শ্মশানঘাটে কবিকে শেষ শ্রদ্ধা জানিয়ে প্রয়াত কবির স্মৃতি তর্পণ করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।
এদিনের শোকবার্তায় প্রদীপ বাবু বলেন যে গত কয়েক দশক ধরে এই উপত্যকার সমস্ত সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে ছিলেন কবি বিজয় কুমার ভট্টাচার্য। তাঁর কবিতায় বারবার উঠে এসেছে এই উপত্যাকার জনগনের আশা আকাঙ্খা,বঞ্চনা,হতাশার চালচিত্র। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আকসার এক দশক ব্যাপী আন্দোলনে সদা সক্রিয় ছিলেন কবি বিজয় কুমার ভট্টাচার্য। তাঁর লেখনী এই আন্দোলনের অন্যতম দিশারী ছিল। তাঁর এই অবদান কখনো ভোলা সম্ভব নয় বলে এদিন মন্তব্য করেন তিনি।
প্রদীপ দত্তরায় বলেন বিজয় কুমার ভট্টাচার্যের এই অকাল প্রয়ানে বরাকের সাহিত্য জগতে যে শূন্যতার সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। তিনি বলেন একজন কবি তথা সাংবাদিক কতটা সামাজিক দায়বদ্ধতা থাকতে পারেন তাঁর উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন প্রয়াত বিজয় কুমার ভট্টাচার্য।
প্রদীপ বাবু এদিন প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই