রাজ্যের কৌঁসুলি ২১ জন: সত্য না অর্ধসত্য?
রাজ্যের কৌঁসুলি ২১ জন: সত্য না অর্ধসত্য?
আর জি কর-কাণ্ডে রাজ্য সরকার কেন প্রধান অভিযুক্তদের বাঁচাতে আইনজীবী হিসেবে কপিল সিব্বলকে খাড়া করেছে, তা নিয়ে সমাজমাধ্যমে প্রবল ক্ষোভ। বিজেপি প্রশ্ন তুলেছে, এই কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ে সিব্বলের সঙ্গে আরও কুড়ি জন আইনজীবীর নাম রয়েছে। তৃণমূল সরকার অভিযুক্তকে বাঁচাতে ২১ জন আইনজীবীকে ভাড়া করেছে কেন? কপিল সিব্বল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে বলেই ফেললেন, "প্রচার হচ্ছে যে আমাদের সুইস ব্যাঙ্কে একাউন্ট আছে।" রাজ্যের অন্যতম আইনজীবী আস্থা শর্মা জানিয়েছেন, তাঁদের সমাজমাধ্যমে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা মোটেই অভিযুক্তের পক্ষে মামলা লড়ছেন না।
কলকাতা পুলিশের হয়ে মামলা লড়ছেন। বাস্তবিকই কলকাতা পুলিশ বা রাজ্য সরকার এ ক্ষেত্রে প
সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেনি। সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলা শুরু করেছে। সিবিআইয়ের কাছে মূল ঘটনার তদন্ত ও কলকাতা পুলিশের কাছে হাসপাতালে হামলার তদন্তের অগ্ৰগতি কী হয়েছে, জানতে চাওয়া হয়েছে। আর কলকাতা পুলিশ এক জন আইনজীবীকে দায়িত্ব দেয়। তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন তাঁদের সকলের নামই সুপ্রিম কোর্টের রায়ে লেখা হয়। এটাই রীতি।
কোন মন্তব্য নেই