শিশু পর্নগ্রাফি অপরাধ
শিশু পর্নোগ্রাফি দেখা অপরাধই শীর্ষ আদালত
শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি দেখা কাছে রাখা ডাউনলোড করা জমিয়ে রাখা সবই পকসো আইনের আওতায় পড়বে এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সোমবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই রায় দিয়েছে। সেই সঙ্গে শাশু পর্নোগ্রাফি শব্দবন্ধ নিয়েও আপত্তি তুলেছে শীর্ষ আদালত।
এখন থেকে বিচারবিভাগীর কোনও রায়ে বা নির্দেশে এই শব্দবন্ধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সংসদের প্রতিও শীর্ষ আদালতের পরামর্শ সেখানে যেন পকসো আইনে সংশোধনী এনে শিশু পর্নোগ্রাফির বদলে শিশু যৌন শোষণ ও নিগ্ৰহমূলক উপাদান লেখা হয়।
কোন মন্তব্য নেই