Header Ads

কলকাতা বেলেঘাটা সর্বজনীন দুর্গা পুজো কমিটি মেরুদন্ডের প্রতীকী সরিয়ে ফেলা হল

অমল গুপ্ত ,কোলকাতা :পশ্চিমবঙ্গের বাঙালিদের  অধিকাংশ এখন মুখ লুকিয়েছে। নিজেরে মেয়েকে দুষ্কৃতীরা খুন করে ধর্ষণ করে। হ্যা ধর্ষণ করার পর হত্যা করা হয় কিন্তু বাঙালিদের প্রতিবাদ নেই। সরকারের ভয়ে আতঙ্কে নতুবা সরকারি  নানা পদ পাওয়ার প্রলোভনে অধিকাংশ  দলীয়  সাংসদ ,  বিধায়ক  প্রতিবাদের পথ ছেড়ে মুখ লুকিয়েছে। পুজোর সময় অধিকাংশ রাজ্যের বাইরে চলে যাবেন। ৫১ দিন হয়ে গেল আজও নিহত ডাক্তার বিচার পেলেন না।বাঙালিদের মেরুদন্ড নেই   সিলদাঁড়া সোজা করে দাঁড়াতে পারেনা প্রতিবাদ করতে পারেন না। মেরুদন্ড নেই ।তাই প্রতীকী হিসাবে বেলেঘাটার ক্লাব টি মেরুদন্ডের এক প্রতীকী নির্মাণ করে ছিল। পরে   সরিয়ে  সরিয়ে  দিয়ে দলের নেতা কুণাল ঘোষ দের ছবি রাখা হয়। বেলেঘাটা গান্ধী ফ্রেন্ড সার্কেল  পুজোতে সেই শিরদাঁড়া  সরিয়ে  তৃনমূল  সাংসদ সুদীপ   বন্দ্যোপাধ্যায়,   কুণাল ঘোষ দের ছবি  টাঙিয়ে দেওয়া হয়। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.