Header Ads

অসমের রাষ্ট্রীয় উদ্যান কাজিরাঙা অক্টোবর শুরুতেই পর্যটকদের জন্যে খুলে দেওয়া হবে

ন য়া ঠাহর ,কোলকাতা :দেশের  এক খড়গ বিশিষ্ট বিপন্ন প্রজাতির গণ্ডার  এর আবাসস্থল অসমের কাজীরঙ্গা  উদ্যান বর্ষা মরসুমের আগেই অক্টোবর মাসে খুলে যাচ্ছে।উদ্যান কর্তৃপক্ষ জানান এবার উদ্যানে পর্যটকদের জন্যে বিভিন্ন প্রজাতির পাখি দেখানোর ব্যবস্থা করা হবে।এই উদ্যানে প্রতি শীত মারসুমে হাজার হাজার পরিযায়ী পাখি জলাশয় গুলিতে আসে।পর্যটক দের অন্য সব সুযোগ সুবিধা দেওয়া হবে।এদিকে ডুয়ার্স এ আজ থেকে জীপ সাফারি সূচনা হয়েছে। আজ 22 সেপেটম্বার বিশ্ব গণ্ডার দিবস।কাজিরঙ্গা কর্তৃপক্ষ দাবি করেছে এখন 3000গণ্ডার আছে। গণ্ডার সুরক্ষা দিতে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.