জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য ও ভাগের অধিকর্তা কে সরানো হল
অমল গুপ্ত ,কোলকাতা: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার স্টাফদের ঘেরাটোপে কর্মরত জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয় গত ৯,আগস্ট। ৩৭ দিন অতিক্রান্ত আজ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিহত ডাক্তার বিচার পেলেন না। রাজ্যে এই নৃশংস ঘটনা শুধু দেশ নয় বিশ্ব কে নাড়িয়ে দিয়েছে। সরকারের প্রমাণ লোপাটের বহু তথ্য বাইরে এসেছে। পশ্চিমবঙ্গের ৪৫ টি মেডিক্যাল কলেজ এক লাখ ডাক্তারের সততা নিরপেক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। বিশেষ করে বামপন্থী সরকারের শেষের দিকে আর তৃনমূল সরকারের প্রথম থেকেই সাড়া পশ্চিমবঙ্গে উৎকোচের বিনিময়ে ডাক্তারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ,উৎকোচের বিনিময়ে পাশ ফেল , মেডিক্যাল কলেজের মর্গ গুলি তে বেওয়ারিশ লাশ গুলি অঙ্গ প্রত্যঙ্গ কেটে পাচার, ব্যাপক হারে জল ঔষধ ,বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার ,ব্যাপক হারে মাদক ,সেক্স রেকট চালানো। আর জি করে এই সব দুষ্টু চক্র সক্রিয় ছিল ।সোদপুরের জুনিয়র ডাক্তার এই চক্রের খবর আগাম পেয়ে গিয়েছিলেন বলে তাকে খুন হতে হল।রাজ্যে থ্রেট কালচার ডাক্তারদের দূর্নীতি বাইরে থেকে উত্তরবঙ্গ লবি মদত দিচ্ছে বলে রাজ্যপাল এস এন আনন্দ লিখিত ভাবে অভিযোগ করে উত্তরবঙ্গ লবি মাফিয়া চক্র তদন্তে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাজ্যে আসন্ন দুর্গা পুজো সময় আমাদের কন্যার মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ চলছে অথচ তৃনমূল সরকারের সমর্থক মুসলিম সমাজ বাংলাদেশে পুজোর বিরোধিতা করছে পশ্চিমবঙ্গে এ পুজোর আয়োজনে সরকারের পাশে দাঁড়াচ্ছে
ডাক্তারি হত্যার প্রতিবাদে সেইভাবে পথে নামতে দেখা যায়নি। যেকোনো নির্বাচন এলেই এই ৩০ শতাংশ জনগোষ্ঠীর অতি সক্রিয়তা সবাই দেখছে।যেনতেন প্রকারে তৃনমূল দলকে জেতাতে সবাই মাঠে নামে।পঞ্চায়েত নির্বাচনের সময় লাগাম ছাড়া দূর্নীতি রাজ্যে বাসী দেখেছে।জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিরোধিতা করছে এই জনগোষ্ঠী।এক বিধায়ক দুঘণ্টা র মধ্যে হিন্দুদের
ভাগীরথী নদীতে ডুবিয়ে দেওয়ার হুমকি দেন। এক মন্ত্রী আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের "ভন্ডামি" করছে বলে অভিযোগ করেন। অন্য তৃনমূল নেতা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করেন। আজ বিশ্বকর্মা পুজোর দিন সুপ্রিম কোর্টে শুনানি।জুনিয়র ডাক্তারদের পক্ষে উপস্থিত থাকবেন ইন্দিরা জয়সিং ।
কোন মন্তব্য নেই