Header Ads

ফুটবলে মণিপুরে মেয়েরা এগিয়ে আছে

ফুটবলে সেরা মণিপুরের মেয়েরা

জাতীয় স্তরের সাব জুনিয়র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মণিপুরের মেয়েরা। বুধবার বহরমপুর স্টেডিয়ামে ফাইনালে তারা ঝাড়খণ্ডকে ৭-৫ গোলে হারিয়ে দিয়েছে।
   প্রথমার্ধে মনিপুর চারটি গোল করে। দ্বিতীয়ার্ধে আরও তিনটি। মনিপুরের হয়ে জোড়া গোল করে জুলান নঙ্গমাইথেম ১৫ ও ৩৪ মিনিটে। থৌদাম মালেমঙ্গানবি দেবী ৪০ ও ৫৫ মিনিটে, চিংখামায়ুম রেদিমা দেবী ৬৬ ও ৭৩ মিনিটে এবং লাইতোঞ্জাম লিহোই ছানু ৫ মিনিটে গোল করে। ঝড়খণ্ডের দীপিকা কুমারী ৪১ ও ৮০ মিনিট ও সাবরিনা কুমারী ৮৫ মিনিটে গোল করে। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় আগাগোড়া ভাল খেলেছে মণিপুর। প্রতিটি ম্যাচে ভাল খেলেছে মণিপুরের  জুলান, থৌদাম, চিংখাময়ুম, লাইতোঞ্জামরা। সেমিফাইনালে তারা বাংলাকে  হারিয়েছিল। এআইএফএফ এবং আইএফএ-র উদ্যোগে জাতীয় স্তরের অনুধ্ব ১৪ বয়স  বয়সী মেয়েদের সাব জুনিয়র  ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা নিয়ে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সরকারী সম্পাদক জগন্ময় চক্রবর্তী বলেন মুর্শিদাবাদে এই রকম প্রতিযোগিতা আসর বসায় জেলার ছেলেমেয়েদের ভীষণ উপকার হল। গত বছরও এখানে প্রতিযোগিতা হয়েছিল। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, এই প্রতিযোগিতায় ১৬টি রাজ্য দলকে চারটি গ্রুপে ভাগ করে বহরমপুর স্টেডিয়াম  ও মালদহ জেলা স্টেডিয়ামে  প্রথম পর্বের ম্যাচ হয়েছিল। বহরমপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। এই দিন ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। যা দেখে আমরা উৎসাহিত বোধ করেছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.