সন্দীপ ঘোষ ছিলেন বৃহত্তর ষড়যন্ত্রের অংশ দাবী সিবিআই ,কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে
অমল গুপ্ত ,কোলকাতা: কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কেন্দ্রের নির্দেশে আধা সামরিক বাহিনীকে থাকা খাওয়া ব্যাবস্থা করে দেয় নি রাজ্যের তৃনমূল সরকার। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে। মেডিক্যাল কলেজের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ কে সিবিআই ৮ দিনের হেফাজতে নিয়েছেন। এই দুর্নীতির নায়ক কে নিয়ে যাওয়ার সময় আইন জীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন।তাঁকে থাপ্পড় মারা হয়।সিবিআই ২৬ দিন ধরে তদন্তের পর বলেছে সন্দীপ ঘোষ ছিলেন এক বিশাল চক্রান্তের অংশ।সে একা নয় । তাকে ঘিরে বহু চক্রান্ত হয়েছে। সব কিছু তদন্ত করতে সময় লেগেছে। গতকাল বিধানসভায় ধর্ষনের অপরাধে মৃত্যুদণ্ডের সুপারিশ করে আইন পাশ হয়েছে।কিন্তু রাজ্য সরকারের আইন প্রণয়ন করতে পারে কিনা। হাতে মেরুদন্ডের প্রতীকী নিয়ে জুনিয়র ডাক্তাররা কোলকাতা পুলিশ কমশনারকে পদত্যাগ করতে হবে দাবী জানিয়ে এসেছে।আজ কালের মধ্যে তিনি সারে যেতে পারেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবী করেন। ধর্ষণ বিরোধী "অপরাজিতা" বিল কে বিজেপি সমর্থন করে।মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার দাবিতে প্রধান মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বলেন জাতীয় লজ্জা মেয়েদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছেন। বিধান সভায় মুখ্যমন্ত্রী নারীদের রাতে ১২ ঘণ্টা ডিউটি সুপরিশ করেন।আজ বুধবার ৪সেপ্টেম্বর ডাক্তারদের নিষ্পদীপ কর্মসূচি রাত ৯ টা থেকে রাত ১০ পর্যন্ত ঘরে ঘরে প্রদীপ মোমবাতি জ্বালাবেন। আলো না জ্বালাবার আহবান জানান। সুপ্রিম কোর্টে আগামী কাল শিক্ষক দিবসে শুনানি হবে। এদিকে এতদিন বাদ স্বাস্থ্য বিভাগ সন্দীপ ঘোষ কে সাসপেন্ড করেছে। আন্দোলনকারী সিনিয়র ডাক্তাররা আর্জি জানান পুজোর সময় j যেন বন্ধ না হয়।সিবিআই দাবী করেছে সন্দীপ ঘোষ বহু দুর্নীতির নায়ক সিবিআই তদন্তে বিশাল জট খুলবে। ধর্ষণ ও খুনে বহু ষড়যন্ত্র লুকিয়ে আছে কেবল সন্দীপ ঘোষ এক নন।বহু মাথা ধরা পড়বে বলে সিবিআই দিল্লিতে দাবী করেন।সিপিএম বামপন্থীদের বিশাল মিছিল বেরিয়েছিল গতকাল। প্রতিবাদ কারীদের সঙ্গে ধস্থা ধস্তি হয়।বৃষ্টি স্নাত দিন উপেক্ষা করে বামপন্থীদের বিশাল মিছিল বেরিয়েছিল।
কোন মন্তব্য নেই