বিচারক আবাসনে হামলার আশঙ্কা
নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যেরই একাধিক বিচারক।
ডায়মন্ড হারবারের দুই অতিরিক্ত জেলা দায়রা বিচারক এবং এক জন অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই চিঠি এসে পৌঁছেছে হাই কোর্ট প্রশাসনের কাছে। তাতে অঞ্জাতপরিচয় দুষ্কৃতী ছাড়াও নাম জড়িয়েছে পৈলান থানার এক পুলিশ অফিসারেরও। বিষয়টি হাই কোর্ট পৌঁছনোর পরেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। এসপি রাহুল গোস্বামী সাংবাদিক বৈঠক করে করে জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার পাশাপাশি এক পুলিশ অফিসারকে ক্লোজ করে সাঁত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
হাই কোর্টের খবর, ঘটনার সূত্রপাত ৮ অগস্ট। সে দিন বেলা ১১ টা নাগাদ এসিজেএম খবর পান যে পৈলান থানার অফিসার কুমারেশ দাস অতিরিক্ত জেলা দায়রা বিচারকের বাড়ির বিদ্যুতের লাইন কাটতে দু'জনকে পাঠিয়েছেন। কিন্তু রক্ষীরা তাঁদের বাড়িতে ঢুকতে দেয়নি। সূত্রের খবর, এর পরেই তাঁরা খোঁজখবর করা শুরু করেন। জানা গিয়েছে, সে রাতে ১টা ১০ মিনিট নাগাদ ওই আবাসনের বাইরে মুখ ঢাকা অবস্থায় এক জনকে দেখতে পেয়ে রক্ষীরা খবর দেন এসিজেএমকে। তিনি প্রথমেই ডায়মন্ড হারবার থানার আইসিকে খবর দেন। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছয়নি। রাত ১টা ২২ মিনিট নাগাদ ফের তিনি আইসি কে ফোন করেন এবং তার মিনিট কুড়ি পরে পুলিশ পৌঁছয়। ফোন করার কিছু ক্ষণের মধ্যেই ওই মুখ ঢাকা ব্যাক্তি পালিয়ে গিয়েছিল। এই গোটা বিষয়টি চিঠি লিখে জেলা বিচারক।
কোন মন্তব্য নেই