নয়া ঠাহর ,কোলকাতা : কলকাতার ১৫১ বছরের ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হল। পশ্চিমবঙ্গ তাদের সোনালী অতীত ধরে রাখতে ব্যর্থ হল। যানজট টের অজুহাতে তুলে দেওয়া হল।বিশ্বের বহু দেশে আজও ট্রাম চলছে।ট্রামের সঙ্গে বহু স্মৃতি মুছে যাবে।মাত্র একটি লাইন সংরক্ষিত করে রাখা হবে।
কোন মন্তব্য নেই