"এক দেশ এক ভোট "প্রস্তাব কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত
অমল গুপ্ত ,কোলকাতা : দেশে বার বার নির্বাচন হচ্ছে। লোকসভা, বিধানসভা নির্বাচন। দেশের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। কোষাগারে চাপ বাড়ছে।দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে।এই প্রেক্ষিতে দেশে বছরে একবার নির্বাচন করার লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ অধ্যক্ষ তাই পর্যালোচনা কমিটি গড়ে দেওয়া হয়েছিল গতবছর ।সেই প্রায় আড়াই হাজার পৃষ্টার প্রতিবেদন রাষ্ট্রপতি কাছে পেশ করেন।আগামী শীত কালে বিল পেশ করা হবে।আজ কেবিনেট কমিটি বিল টি অনুমোদন করে।দেশের প্রতিটি রাজ্যের অনুমোদন নেওয়া হবে।
কোন মন্তব্য নেই