Header Ads

অনুব্রত মণ্ডলের জামিন প্রশ্নের মুখে

অনুব্রতের জামিনে প্রশ্নের মুখে ইডি 

দিল্লির রাউস অ্যভিনিউ কোর্ট আবগারি দুর্নীতি মামলায় গত জুনে অরবিন্দ কেওরীওয়ালের জামিন মঞ্জুর করেছিল। তিনি তিহাড় জেল থেকে বার হওয়ার আগেই দিল্লি হাই কোর্ট গিয়ে ইডি জামিনের রায়ে স্থগিতাদেশ আদায় করে নিয়েছিল। গত শুক্রবার সেই রাউস অ্যভিনিউ কোর্টই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের নির্দেশ দিয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে অনুব্রত সোমবার রাতে তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন। হাতে ৭২ ঘন্টা সময় পেলেও ইডি গরুপাচার মামলায় ওই তৃণমূলনেতার জেল- মুক্তি ঠেকানোর চেষ্টা করেনি।
  ইডি-র এই নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠেছে এর পিছনে কি কোনও গোপন আঁতাত রয়েছে? না কি অনুব্রতকে কেন্দ্রে করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.