Header Ads

বিশিষ্ট রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থ কে ডি লিট সম্মান দেবে অসম বিশ্ববিদ্যালয়

 নয়া ঠাহর ,শিলচর

আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট প্রাপ্তির জন্য মনোনীত হওয়ায়  বর্ষীয়ান রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে অভিনন্দন ও সম্মাননা জানালেন প্রদীপ দত্তরায়।

সামাজিক কাজে দীর্ঘদিনের অবদানের জন্য বর্ষীয়ান রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়। এই সম্মাননা প্রাপ্তির জন্য আজ তাঁর বাড়িতে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

এদিন প্রদীপ বাবু এজন্য কবীন্দ্র পুরকায়স্থকে উত্তরীয় পরিয়ে সম্মাননা দেন। তাঁর স্বাস্থ্যের খবরাখবর নেবার পাশাপাশি পুরোনো দিনের স্মৃতি নিয়ে কথাবার্তা বলেন এবং বরাক উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে বিষদ আলোচনা হয়। পরে এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় জানান যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তার নেতৃত্বে আকসার যে একদশক ব্যাপী আন্দোলন হয় তাঁতে কবীন্দ্র পুরকায়স্থ ও প্রয়াত বিমলাংশু রায়ের থেকে তিনি সবসময় মূল্যবান পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন। তিনি বলেন যে তাঁদের সাহচর্য ও সাহায্য না পেলে এই আন্দোলন সাফল্যের মুখ দেখত না। তাই এই সম্মাননা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকারান্তরে তাঁদের ঋণ শোধ করেছেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রদীপ দত্তরায় এদিন বর্ষীয়ান এই রাজনীতিবিদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

আকসার প্রাক্তন সম্পাদক অলোক সোম এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.