দুর্গার মেয়ে হত্যা ,বিষন্ন আগমনী নয়া ঠাহর পূজার সামান্য উপাচার
নয়া ঠাহর ,গুয়াহাটি। কলকাতা : শিউলির গন্ধ নেই , ,নীল মুক্ত নীলাকাশ নেই।জলভরা মেঘ ।পারিবারের মেয়েকে খুন করা হয়েছে, বিষন্ন আগমনী , বিচার চাই , লাখ লাখ মানুষের প্রার্থনা ।তবুও মাটির দুর্গার আবাহন ,মন খারাপ নিয়ে আমরা মাটির দুর্গার আবাহন করলাম।এবার ছোট করে ডালি সাজালাম। মানবিকতার মৃত্যু নামে সম্পাদকীয় দিয়ে সূচনা । পদ্মশ্রী জয়শ্রী গোস্বামী মহন্ত , অধ্যাপক তপ ধীর ভট্টাচার্য নেতাজি গবেষক জয়দীপ মুখার্জী , অসমের সঙ্গে বাংলার সম্পর্ক নিয়ে লিখেছেন মুখ্য সম্পাদক অমল গুপ্ত , বাংলা সাহিত্যে গবেষক প্রণব আচার্য , বাংলাদেশ থেকে বিশিষ্ট সংবাদিক অভিজিৎ ভট্টাচার্য , ইতিহাসবিদ বিষণ গুপ্ত , পুরাতত্ত্ব গবেষক কুণাল কান্তি সিংহ রায় ,সাহিত্য গবেষক সাংবাদিক জয়শ্রী বসু , সাহিত্যিক পার্বতী শংকর রায় চৌধুরী , সংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর ,বিশিষ্ট সাংবাদিক অতীন দাস ,সংবাদিক পিয়ালী ঘোষ দে, শিক্ষাবিদ,রামনারায়ণ দাস , প্রাবন্ধিক মোহিত রায় , রবীন্দ্র গবেষক মালবিকা বিশারদ, গ্রন্থাগারিক রুদ্র শংকর দাস , গল্পকার স্বপন দাস , প্রমুখ । কবিতার অঙ্গনে আছেন বিশ্বজিত নন্দী,সংঘ মিত্রা রায়,আদিত্য নাথ ঘোষ, শ্যামল সরকার ,অপরেশ চ্যাটার্জী , শব ব রী চৌধুরী, প্রদীপ চক্রবর্তী ,আশীষ স্যানাল , প্রমুখ মাটির দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছেন। এবারও পুজো ইস্যু নয়া ঠাহর এর কভার এঁকেছেন জাতীয় প্রচ্ছদ শিল্পী নয়া দিল্লির অরূপ গুপ্ত। কান্দির বিদ্যুৎ প্রেস প্রকাশনার দায়িত্বে আছেন। ১৬ বছর অতিক্রান্ত হল বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর ।প্রধান উপদেষ্টা পদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত পত্নী তথা প্রাক্তন সাংসদ পদ্মশ্রী জয়শ্রী গোস্বামী মহন্ত ,অন্য উপদেষ্টারা হলেন সাহিত্য গবেষক সাংবাদিক জয়শ্রী বসু , ডিসপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মহন রায়, সহকারী সম্পাদক পিয়ালী ঘোষ দে,,সাহিত্য গবেষক প্রণব আচার্য ,দিল্লির বিশিষ্ট সাংবাদিক রত্নজ্যোতি দত্ত ,বরাকের বিশিষ্ট সাংবাদিক শুভ সুন্দর দেব চৌধুরী ,সাংবাদিক বিপ্লব বৈদ্য , কলকাতার দেশ ভাবনা প্রকাশন গোষ্ঠীর বিশিষ্ট সাংবাদিক দেব কিশোর চক্রবর্তী, মাসিক ঠাহর এর সম্পাদক জয়শ্রী আচার্য , সংবাদিক দেবযানী পাটি কার , সংবাদিক অনুপমা ডেকা, সংবাদিক বর্ণালী বিশ্বাস,দেব সুন্দর দেব চৌধুরী , সংবাদিক বিপ্লব বৈদ্য , সাংবাদিক ন নি গোপাল ঘোষ সাংবাদিক ,রিংকী মজুমদার প্রমুখ উপদেষ্টা বোর্ডের সদস্য।
কোন মন্তব্য নেই