বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা র ৯৮ তম জন্মদিবস উদযাপন
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কোলকাতা : অসম ,বাংলা তথা উপ মহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা , পরিচালক দাদা সায়েব ফালকে ,ভারত রত্ন সহ বহু পুরস্কার জয়ী ভূপেন হাজারিকা বাংলাদেশের মুক্তি আন্দোলনে স্মরণ করে রাখতে গঙ্গা আমার মা পদ্মা আমার মা র মত কালজয়ী গানের রচয়িতা। তিনি একাধারে বাংলা অসমীয়া সহ বহু ভাষাতে গান গেয়েছেন। তিনি অসম বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। অসমের প্রকৃতি প্রেমিক পিপলস ফর এনিমেল কর্ণধার সঙ্গীতা গোস্বামীর আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে গুয়াহাটিতে এই প্রতিবেদক প্রয়াত পত্নী সান্তনা গুপ্ত সঙ্গীতা গোস্বামী উপস্থিত ভূপেন হাজারিকার সঙ্গে অন্তরঙ্গ আলাপের সুযোগ পেয়েছিলাম।আমার সম্পাদিত দৈনিক যুগ শঙ্খ পত্রিকায় কলাম লিখছিলেন। তাঁর মৃত্যুতে লাখ মানুষের শোক সভায় দৈনিক সকাল বেলার সম্পাদক অঞ্জন বসু এবং আমি সহকারী সম্পাদক হিসাবে রাত একটার পর জর্জ ফিল্ড এ গিয়ে অন্তিম প্রণাম জানিয়ে এসেছিলাম।সেই সব স্মৃতি আজও সজীব।আজ গুয়াহাটি বিশ্ব বিদ্যালয়ের কাছে সমাধি স্থলে ভূপেন হাজারিকার জন্ম তিথি পালন করা হয়।শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ অনেকে শ্রদ্ধা জানান।
কোন মন্তব্য নেই