আজ ৫ সেপেটেম্বর দেশে শিক্ষক দিবস উদযাপন
*এক মহান শিক্ষাব্রতী*
---জয়শ্রী বসু
মহান শিক্ষাব্রতী ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় l তিনি পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষক, গবেষক ও জ্ঞানী পথ প্রদর্শক ছিলেন l তার আধুনিক মানসিকতা তাকে বিংশ শতাব্দীর অন্যতম ও বিশেষ চিন্তাবিদ হিসেবে স্বীকৃতি দেয় l
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তেলেগু নিয়োগী ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় l সর্বপল্লী বিরাস্বামী ও মা
সীতাম্মার তিনি চতুর্থ সন্তান ছিলেন l তারা অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার সর্বপল্লী গ্রামের বাসিন্দা ছিলেন l পিতা, বিরাস্বামীর কর্মসূত্রে বালক রাধা কৃষ্ণান তিরুত্তানি ও তিরুপতি তে ছেলেবেলা কাটিয়েছেন l তার প্রথম শিক্ষা তিরুত্তানীতে কে ভি স্কুল এ l এরপর ১৮৯৬ এ তিনি তিরুপতি তে হরমেন্স বার্গ ইভেনজেলিকাল লুথেরান মিশন স্কুলে পড়াশোনা করেন l এর পরে ওয়ালাজানেতে গভমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন l তার মেধার জন্য সমস্ত শিক্ষা ক্ষেত্রে তিনি বৃত্তি পেতেন l এরপরে ভেলোর বরিশ কলেজ থেকে এফ এ ,ও মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজ থেকে ডিগ্রী ও যথাক্রমে মাস্টার্স ডিগ্রি লাভ করেন l ১৯০৩ সালে শিবাকামু দেবীর সঙ্গে তার বিবাহ হয় এবং তাদের পাঁচকন্যা ও এক ইতিহাসবিদ পুত্র সর্বপল্লী গোপাল বিখ্যাত সন্তান-সন্ততিরা ছিলেন l
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন মাদরাস প্রেসিডেন্সি কলেজ ,মহারাজা কলেজ মাইসুর ,কলকাতা বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার কলেজ ,অক্সফোর্ড ,অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন l তার দর্শনের মূল ভিত্তি ছিল অদ্বৈত বেদান্ত l তার দার্শনিক তত্ত্ব প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের সেতু বন্ধন এর ভূমিকা নিয়েছিল l ১৯৩১ সালে তাকে নাইট হুড উপাধি দেওয়া হয় l
ভারতীয় রাজনীতিবিদ ও দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত উপরাষ্ট্রপতির দায়িত্ব পদে ছিলেন ও পরবর্তীকালে ১৯৬২ থেকে ১৯৬৭ পর্যন্ত স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে দায়িত্ব ভার তার স্বভাব সুলভ কঠোরও কোমল কাঁধেই ছিল , তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে সেই দায়িত্বভারও পালন করেন l ১৯৭৫ সালের ১৭ এপ্রিল তিনি অমৃত লোকে যাত্রা করেন ; সেই সময় তার শেষ যাত্রায় সমগ্র চেন্নাই ও ভারতবর্ষের অন্যান্য শহর থেকেও বহু লোকের সমাগম হয় এই অসাধারণ পন্ডিত ব্যক্তিত্বকে একবার শেষ প্রণাম জানানোর জন্য l
ডক্টর সর্ব পল্লী রাধা কৃষ্ণান এর সর্বপ্রথম বই ছিল "দা ফিলজফি অফ রবীন্দ্রনাথ টেগর" l তার বিশ্বাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন , তারই ভাষায় ; " জেনুইন ম্যানিফেস্টেশন অফ দা ইন্ডিয়ান স্পিরিট "l তার লেখা অনেক বিখ্যাত বই আছে ; এদের মধ্যে" ইন্ডিয়ান ফিলসফি "( দুটি ভলিউম সেট )'' হিন্দু ভিউ অফ লাইফ ", "দা প্রিন্সিপাল উপনিষদস," "সার্চ ফর ট্রুথ" ,"ফিলোজাফি অফ হিন্দুইজম " ইত্যাদি l
১৯৫৪ সালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ কে 'ভারত রত্ন 'উপাধিতে ভূষিত করা হয় l এছাড়া তিনি টেমপ্লেটন পুরস্কার অর্ডার অফ মেরিট ইত্যাদি আরো অনেক পুরস্কার পান l তার বিশাল কর্মকান্ডের খুব অল্পই আমরা ছুঁতে পারলাম তবু আরেকটি কথা উল্লেখ না করলেই নয়, বর্তমানে আমরা যে হেল্পপ এজ প্রতিষ্ঠানটি দেখি সেটিও তারই পরিকল্পনা প্রসুত l তার উল্লেখযোগ্য বাণী শিক্ষক দিবসে আমরা স্মরণ করতে পারি ; আদর্শ শিক্ষক তারাই যারা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখায় এবং পুস্তকই হল সভ্যতার বাহন l
কোন মন্তব্য নেই