Header Ads

বাংলাদেশে এবার দুর্গা পূজায় জামাতে ইসলামি হিন্দুদের দুর্গা পুজোয় নিরাপত্তা সুনিশ্চিত করবে

অমল গুপ্ত ,কোলকাতা: বাংলদেশে দুর্গা পূজায় গতবছর দুষ্কৃতীরা তিন হাজারের বেশি দুর্গা মণ্ডপ ভেঙে ফেলে। এবার সরকার বদল হয়েছে নতুন  পরিস্থিতি তে জামাত ইসলামি হিন্দুদের   শরৎসব   দুর্গা মণ্ডপ পাহারা দেবে। জামাতের আশঙ্খা কিছু দুষ্কৃতী এবার পুজোর  সময়  গণ্ডগোল পাকাতে পারে।  বাংলাদেশে ৪৯ জন হিন্দু শিক্ষক কে পদত্যাগ  বাধ্য কর হয়। বাংলদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান  ঐক্য পরিষদ ঘটনার তীব্র নিন্দা করে। চাপে পড়ে কিছু  শিক্ষক কে কাজে নেওয়া হয়।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.