কল্যাণ বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচার জন্যে ৪০ জন পড়ুয়া ডাক্তারকে বহিষ্কার করা হয়েছে
নয়া ঠাহর ,কোলকাতা ,:পশ্চিমবঙ্গ এ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসা ব্যবস্থা আগেই ভেঙে পড়েছে।বাঙালি ডাক্তারদের যোগ্যতা আজ প্রশ্ন চিহ্নের মুখে। বাজারে সাইন বোর্ড ঝুলিয়ে বসেছেন।বড় বড় ডিগ্রি কার্যত শিক্ষা নেই।রোগ নির্ণয় করতে পারেনা। হুমকি সংস্কৃতির শিকার টাকা পয়সা দিয়ে ডাক্তার হচ্ছে। গরীব রুগীদের পকেট কাটছে। রাজ্যের সাধারণ রোগীরা দক্ষিণ ভারত ছুটছে।আবার ব্যাঙ্গালোর মনিপাল হাসপতালে গিয়ে এই প্রতিবেদক মার খেয়েছে। ,দু লাখ ৩৮ হাজার টাকা দিয়ে চিকিৎসা ফল জিরো। পশ্চিমবঙ্গে গত ,১৫ বছর যারা ডাক্তার হয়েছেন।তারা ভুয়ো ঠগ ।গরীব রুগীদের পকেট কাটছে। পশ্চিমবঙ্গে সাধারণ কলেজ কোনোদিন ছাত্র ইউনিয়নের নির্বাচন হয়না। তথাকথিত ছাত্রনেতারা লাখ লাখ টাকা তোলে ।থ্রেট কালচার বা ভয়ের বাতাবরণ সবর্ত্র হুমকি সংস্কৃতি উৎকোচের বিনিময়ে পাশ ফেল।এমনকি সর্বত্র মাদক আর সেক্স রমরমা ।সার্বিক ভাবে বঙ্গের ছাত্র সমাজ নরকে চলে গেছে। এত আন্দোলন হল যাদবপুরে বিশ্ব বিদ্যালযে reging বলি হল এক ছাত্র কারো শাস্তি হলনা। কোথায় আন্দোলন অসম সরকার মাদক চোরাপাচাৎকারীদের বিরুদ্ধে হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে পশ্চিমবঙ্গে সর্বাধিক ছাত্র সমাজ মদ ও মাদক আসক্ত । বঙ্গে পুলিশ এক টাকাও মাদক চোরাপাচার বাজেয়াপ্ত করতে পারেনি।
কোন মন্তব্য নেই