Header Ads

আতিশী কে সরালেন অরবিন্দ

অতিশীকে সরলেন কেজরী

 কুর্সির দৌড়ে এগিয়ে ছিলেন গোড়া থেকেই। আজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে নিজের মন্ত্রিসভার সেই সতীর্থ, অতিশী মারলেন সিংহের হাতেই দিল্লির মুখ্যমন্ত্রিত্বের ভার দিলেন অরবিন্দ কেজরীওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অতিশীই বর্তমান সময়ে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী  হতে চলেছেন।
    আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে জামিনে বেরোনোর পরেই গত রবিবার মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফার কথা ঘোষণা করেন কেজরীওয়াল। জানান আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেকে নির্দোষ প্রমাণ করে জিতে আসার পরেই ফের মুখ্যমন্ত্রী হবেন তিনি। তত দিন মুখ্যমন্ত্রীত্বর দায়িত্ব দলের কোনও বিধায়কের হাতে ছেড়ে দেবেন। যদিও বিরোধীদের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও সরকারি ফাইলে সই করতে বা সরকারি সিদ্ধান্ত নিতে পারছেন না কেজরিওয়াল। বাস্তব বুঝে ইস্তফা দেওয়া ছাড়া পথ ছিল না তাঁর।
   পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে আজ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন কেজরীওয়ার। তালিকায় একেবারে গোড়ায় ছিল অতিশীর নাম। তিনি ছাড়াও দৌড়ে ছিলেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ কৈলাস গহলৌতরা। কেজরীওয়ালের স্ত্রী সুনীতাকে বেছে নেওয়া হলে স্বজনপোষণের অভিযোগ উঠবে আঁচ করে তাঁর নাম গোড়াতেই বাতিল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অতিশী এবং কৈলাসের মধ্যে অক্সফোর্ডের প্রাক্তনী অতিশীকেই বেছে নেওয়া হয়। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পরে দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হবেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.