Header Ads

বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলছে, বর্তমান তাপমাত্রা থেকে দেড় দুই সেন্ত্রিগ্রেড বাড়লে বিশ্বের বাস্তু তন্ত্র ভয়ানক ক্ষতি হবে

অমল গুপ্ত ,কোলকাতা : :  জাপানে বিশ্ব জলবায়ু  সম্মেলনে এক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।দেশের বর্তমান তাপমাত্রা  মাত্র এক দেড় দুমাত্র সেন্ট্রিগেড বাড়লেই বাস্তু তন্ত্র টালমাটাল হয়ে পড়বে। বিশ্ব অগ্নি কুন্ডের মুখে পড়বে।সর্বনাশ হয়ে যাবে বর্তমানে  ভারতের উত্তরে  দিল্লী  হায়দরাবাদ ব্যাঙ্গালুরু  ইত্যাদি রাজ্যে আশ্বিন মাসের শরৎ কালে ৪৭,৪৮ ডিগ্রি তাপমাত্রা ছড়িয়ে গেছে।অসম নাগাল্যান্ড  উত্তরে রাজ্যে ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই।এই গরম মানুষের শরীরের পক্ষে ভয়ানক প্রতিকূল।রোগব্যাধি  চর্ম রোগ ইত্যাদি বেড়ে গেছে বাংলাদেশে ডেঙ্গু মহামারীর রূপ নিয়েছে।এক বিশেষ ধরনের পক্স দেখা যাচ্ছে।  জলবাহিত রোগ।প্রচণ্ড জল কষ্ট  সবুজ ধ্বংস চলছে। তথাকথিত উন্নয়ন ফোর লেন  যুক্ত সড়ক  দুই পাশে লাখ লাখ গাছ কেটে ফেলা হচ্ছে।তাদের বাঁচাতে পারছে না কেন্দ্রীয়  সরকার।সবুজ ঘন জঙ্গল সব সাবার হয়ে গেছে।সব জলাশয় শুকিয়ে গেছে।দিল্লির কলঙ্ক যমুনা ,গঙ্গা  ,ব্রহ্মপুত্র নদ সব দূষিত হয়ে গেছে।দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের  উদ্বেগ নেই দেশের ৫৪৩জন সংসদ  চিন্তিত নন। দেশের নদনদী আজ দূষিত দেশের মহিলা সমাজের নিরাপত্তা নেই।দেশে প্রতি ১৬ মিনিটে একজন ধর্ষিত হচ্ছে। দেশে ৭৫ বছর স্বাধীনতা দিবস পালন করছে।প্রধাণমন্ত্রী  প্রযুক্তি গত উন্নয়ন নিয়ে ভাষণ দিচ্ছেন।যে কর্মযজ্ঞে সমাজের অর্ধ আকাশ মহিলারা যোগ দেবেন তাদের তো জীবন জীবিকার  নিরাপত্তা নেই।প্রতি ১৬ মিনিটে ধর্ষনের শিকার।তাদের বাঁচাবে কে?.  দেশে জল সংরক্ষণ হচ্ছে না।বর্তমানে এক দিক বন্যায় ভাসছে একদিক লাগাম ছাড়া গরম মানুষের প্রাণ  নিচ্ছে। সবুজ জঙ্গল ক্রমশ হ্রাস পাচ্ছে।সরকারি আনুকূল্যে গাছ কাটা হচ্ছে।বড় বড় প্রকল্প রূপায়নের নামে উষ্ণতা কে আমন্ত্রণ  করা হচ্ছে।দেশের  মূল্যবোধ হীন  চরিত্র হীন জনপ্রতিনিধি ব্যক্তিগত  সম্পদ বাড়িয়ে ভোগবিলাসে ডুবে যাচ্ছে।দেশের জল বায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। তপ নিয়ন্ত্রিত মেশিনের  আড়ালে মুখ লুকনো যাবে না।সব পুড়ে ছারখার হয়ে যাবে।হাতে আর সময় নেই। দেশের মানুষের মেরুদন্ড নেই। অন্যায়ের প্রতিবাদ করতে সোজা মেরুদন্ড প্রয়োজন তাই হারিয়ে ফেলেছে।


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.