গণধর্ষণ এর প্রমাণ মেলেনি
গণধর্ষণের প্রমাণ এখনও মেলেনি জানাল সিবিআই
আর জি কর-কাণ্ডে এখনও পর্যন্ত গণধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি বলে মঙ্গলবার শিয়ালদহ এসিজেএম আদালতে জানাল সিবিআই। ধর্ষণের ঘটনায় জড়িত এক জনকেই এখনও পাওয়া গিয়েছে বলে জানালেও তারা গণধর্ষণের সম্ভাবনা এখনই এখনই আদালতে জানিয়েছে সিবিআই।
চিকিৎসককে খুন-ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত শনিবার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্ৰেফতার করেছে সিবিআই। মঙ্গলবার অভিজিৎ ও সন্দীপ ঘোষকে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে হাজির করানো হয়েছিল। দু'জনেরই জামিনের আবেদন খারিজ করে আদালত তাঁদের ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
এ দিন অভিজিতের জামিনের দাবিতে বিভিন্ন আদালত থেকে একাধিক আইনজীবী বিচারক শিবাশিস দে-র এজলাসে হাজির হন।
শিয়ালদহ আদালতের আইনজীবীরা অভিযুক্তদের পক্ষে দাঁড়াতে রাজি হননি। অভিজিৎ ও সন্দীপের মোবাইল ফোনের কল ডিটেলস-এ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির কথোপকথনের সূত্র গুরুত্বপূর্ণ নম্বর পাওয়া গিয়েছে বলে আদালতে লিখিত ভাবে দাবি করেছেন তদন্তেকারীরা। ওই সব নম্বর যাচাই করা হচ্ছে। সে জন্য সন্দীপ ও অভিজিৎকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানায় সিবিআই। তারা আরও জানায়, সন্দীপ ও অভিজিৎ জিজ্ঞাসাবাদ সহযোগিতা করছেন না। বহু তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে সময়মতো এফআইআর না করা-সহ একাধিক অভিযোগও অভিজিতের বিরুদ্ধে রয়েছে।
কোন মন্তব্য নেই