কন্যাশ্রী মন্তব্য ঘিরে অভিনেতা দেব
কন্যাশ্রী-মন্তব্য ঘিরে চর্চায় দেব
ফের বিতর্কে ঘাটালের তৃণমূল সংসদ দীপক অধিকারী তথা দেব।
আর জি করের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী নিয়েই কার্যত প্রশ্ন তুললেন তিনি।
যদিও এর সঙ্গেই তিনি জুড়েছেন কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পকেও।
বুধবার ঘাটালে এসেছিলেন দেব।
প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মসূচি ছিল তাঁর।
কুশপাত সাংসদ কার্যালয়ে জনতার দরবার কর্মসূচির সূচনা করেন তিনি।
তারই ফাঁকে আর জি কর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, এটা সত্যি যে যদি এই রকমের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে তবে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও-এগুলির কোনও মনে থাকে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। তাই আর জি করের ঘটনার প্রেক্ষিতে দেব যে ভাবে এই প্রসঙ্গের আবতারণা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন তৃণমূলের আন্দরে। তৃণমূলের একাংশের বক্তব্য, এত দিন ধরে যে সরকারি প্রকল্প চলছে, যাতে এত উপভোক্তা উপকৃত হচ্ছে বলে খোদ সরকারেরই প্রচার, আর জি করের ঘটনায় সেই প্রকল্প সম্পর্কে প্রশ্ন তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত? সংসদের এই মন্ত্রবো শাসন দলের অস্বস্তি বেড়েছে তা স্পষ্ট তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইতের কথায়। তিনি বলেছেন সাংসদ মা বলেছেন, সেটা তাঁর নিজস্ব মতামত।
কোন মন্তব্য নেই