বিশ্বের ১০০ টি দেশের ১৩১ টি স্থানে আর জি কর ডাক্তার হত্যা বিচার চাইলেন বিদেশীরা
নয়া ঠাহর ,কোলকাতা আগামী কাল সুপ্রিম কোর্টে শুনানি ,ডাক্তার হত্যার একমাস পূর্ণ হবে কাল।আজ রাত দখল করে বিশ্বের ১০০ টি দেশ প্রতিবাদ জানাবে।বাংলার অধিকাংশ শিক্ষায়তন , শিল্পী কলকাতার ঠেলা চালক পর্যন্ত প্রতিবাদে পথে নেমেছে।এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে তৃনমূল সাংসদ জহর সরকার তৃনমূল সরকারের ব্যার্থ তার অভিযোগ তুলে পদত্যাগ করেন। আমেরিকা ব্রিটেন ,আয়ারল্যান্ড ,জার্মানি ,নেদারল্যান্ড সুইজারল্যান্ড ,জাপান ,অস্ট্রেলিয়া , সুইডেন ,স্পেন , তানজেনিয়া ,চেক প্রজাতন্ত্র ,দক্ষিণ আফ্রিকা , কানাডা ,জাম্বিয়া তাইওয়ান ,ইত্যাদি দেশ অংশগ্রহণ করেন। ভারতের বাংলা, অসম , ত্রিপুরা দিল্লী , ব্যাঙ্গালোর ,বিহার, ঝাড়খণ্ড ,মুম্বাই , ইত্যাদি সমগ্র ভারত প্রতিবাদে ঝড় উঠেছে।আজ রাত দখল কাল ভোর দখল , মহালয়ার দিন দেবী পক্ষের সূচনায় ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। এই জীবন কালে তৃনমূল সরকারের বিরুদ্ধে এত ক্ষোভ এত দূর্নীতি জীবনে দেখেনি বলে সাংসদ জহর সরকার অভিযোগ করেন।
আজ কলকাতায় নির্যাতিতার মা বাবা অভিযোগ করেন কলকাতা পুলিশ অপরাধী কে ধরতে কোনো ব্যাবস্থা গ্রহণ করেনি।প্রমাণ লোপাটের ব্যবস্থা করেছে কলকাতার পুলিশ।
কোন মন্তব্য নেই