সি পি এমে র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত
নয়া ঠাহর ,কোলকাতা বামপন্থী দলের অন্যতম উজ্জ্বল নেতা সীতারাম ইয়েচুরি আজ দিল্লিতে ৭২ বছর বয়সে মারা যান। তিনি একমাস দিল্লির এইমস চিকিৎসায় ছিলেন। তিনি বাংলার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে পরিচিত ছিলেন।কদিন আগে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু চলে গেলেন।আজ গেলেন সীতারাম বামপন্থী দলের অপূরণনীয় ক্ষতি হল।গুয়াহাটিতে দলের কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়। হেমেন দাস সহ বহু নেতা উপস্থিত ছিলেন
কোন মন্তব্য নেই