Header Ads

বাংলাদেশে পরিকল্পনা থেকে সরছে না নুমালিগড়

বাংলাদেশে পরিকল্পনা থেকে সরছে না নুমালিগড়

 মায়ানমারের রাজনৈতিক অস্থিরতায় যে দেশে  এনআরএলের প্রকল্প থমকালেও বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতায় অসীমের নুমালিগড় শোধনাগারের কাজে প্রভাব পড়েনি। এ কথা জানান এনআরএলের চেয়ারম্যান রঞ্জিত রথ এবং এমডি ভাস্করজ্যাতি ফুকন। 
    তাঁর বলেন এর বাংলাদেশ উত্তর-পূর্ব অংশেও বিস্তারের পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থা। সেই লক্ষ্যে কাছাড়ের পাঁচগ্ৰামে বন্ধ হওয়া কাগজ কালের ১৩৫ বিঘা জমি নিজে নিয়েছে তারা। কাগজ কালের ভিতর পর্যন্ত রেললাইন আছে। সেই সুবিধা পেতেই সেখানে তৈরি হবে টার্মিনাল ও ট্রেনবাহী তেলের স্টোরেজ ডিপো। এনআরএলের মূল্য লক্ষ্য এখানকার ডিপো থেকে সিলেটে পেট্রোলিয়াম সামগ্ৰী পাঠানো। দুই-তিন বছরে এই কাজ শেষ হলে সুতারকান্দি স্থলবন্দর হয়ে তেল যাবে পাশের দেশে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.