Header Ads

বাংলা ভাষা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে বরাক ,সেই বাংলা ভাষাকে অপমান করবেন না, আবেদন সুস্মিতা দেবের

অমল গুপ্ত ,কোলকাতা : অসম সরকার আসন্ন দুর্গা পুজোতে ফেস্টুন, ব্যানার এ বাংলা ভাষা ব্যবহারের উপর  আপত্তি জানিয়েছে।কিন্তু নিজস্ব ধর্ম পালনের ক্ষেত্রে কি এই আইন বলবৎ হবে ? তবে কেন কামরূপ জেলা প্রশাসন দুর্গাপুজোর সময় অসমীয়া ব্যনার পোস্টার বাধ্যতামূলক করল  ? কেন বাংলা ব্যবহার করা যাবেনা ? রাজ্যসভার সদস্য তৃনমূল সাংসদ সুস্মিতা দেব এই প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন ছট পুজোর সময় বিহারীরা কি করবেন। নিজের ভাষা ব্যবহার করতে পারবে তো?  বরাক উপত্যকার   প্রায় ৭৫লাখ বাঙালি হিন্দু যাদের কাছে দুর্গা মা এক আবেগ। দুর্গা পুজোতে তাঁর আবেগের ভাষা বাংলা ব্যবহার করতে পারবেন না?  প্রসঙ্গত শাস্ত্রী কমিটির ত্রি ভাষা সূত্র অনুযায়ী বরাক বাংলা   কর্বিয়াংলং   ডিমা হাসাও জেলাতে ইংরাজি  এছাড়া সমগ্র অসমে অসমীয়া ব্যবহার স্বীকৃতি পেয়েছে।কিন্তু  বেসরকারি ভাবে ধর্ম পালনের ক্ষেত্রে কি ভাষা হবে।তার জবাব নেই। বরাকের   সন্তোষ মোহন দেবের সাংসদ কন্যা সুস্মিতা দেবের এই  প্রশ্নের জবাব নেই। কামরূপ জেলা মেট্রো র কাছে তাঁর আহবান ভাষার নামে বিভাজন সৃষ্টি করবেন না ।সংবিধান মেনে চলুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.