Header Ads

গঙ্গায় তলিয়ে গেল ৩৭ টি শিশু

তলিয়ে মৃত ৩৭ শিশু- সহ ৪৩

ব্রতের আচার পালন করতে গিয়ে বুধবার বিহারের ১৫টি জেলার সরকারি হিসাবে ডুবে মৃত্যু হয়েছে ৩৭ শিশু- সহ মোট ৪৩ জনের। জীবিতপুত্রিকা ব্রতের উপবাস ভঙ্গের আগে জলাশয়ে সন্তানদের নিয়ে যায় স্নানে গিয়েছিলেন মায়েরা। সেই সময়ে এই দুর্ঘটনাগুলি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ৪৬ জনের মৃত্যুর কথাও বলছে। তিন জন এখনও নিখোঁজ। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজে নেমেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.