Header Ads

:শিলচর ভাষা শহীদ স্টেশন, বিজেপি সরকার নানা প্রশ্ন তুলেছে

বিষয়: "ভাষা শহিদ স্টেশন, শিলচর" এর নামকরণ। 
ভারত সরকার ২০১৬ সালে অনুমোদন করে রাজ্য সরকারকে বলেছিল, শিলচর স্টেশনের নতুন বানান (হিন্দি, ইংরেজি আর বাংলা) কি হবে, তার একটা গেজেট নোটিফিকেশন করে দিতে। -ব্যস এটুকুই। তাহলেই নামকরণের সমস্ত প্রক্রিয়া শেষ। 
-যা আজও করলেন না আমাদের সরকার আসাম সরকার!!
-এটি সরকারি স্বেচ্ছাচারিতায় বরাকের একটি রক্তস্নাত ইতিহাসকে ইচ্ছাকৃত অবজ্ঞা এবং বরাকের প্রতি বৈষম্য।

এবার আমাদের স্লোগান হউক-
WE WANT JUSTICE FOR
ভাষা শহিদ স্টেশন, শিলচর।। বিধান সভাতে অসম সরকার জানিয়েছিল একাংশ উপজাতি মানুষ শিলচর স্টেশন নামকরণের আপত্তি জানিয়েছে তাই নামকরণ স্থগিত  রাখা হয়েছে। বিস্তারিত সরকার জানায় নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.