উজান অসমে বাংলাদেশী মুসলিমদের বিরুদ্ধে আন্দোলন একটি ফোনেই বন্ধ হয়ে যায়
নয়া ঠাহর ,গুয়াহাটি : নিম্ন অসমের মুসলিম জনগোষ্ঠী আগে কোনো দিন কাজের সন্ধানে অসমের উজান অসমে যায়নি। এবার নিম্ন অসম ছেড়ে উজানে দিকে যাওয়া বন্ধ করার লক্ষ্যে কয়েকটি জাতীয়তাবাদী উগ্র সংগঠন পথে নামতেই গোপন জায়গা থেকে একটি দুটি ফোন পেয়েই আন্দোলনকারীরা আন্দোলন রাতারাতি বন্ধ করে দেয় ।অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব টিভি চ্যানেল এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য দেন।সংবাদিক সুদীপ শর্মা চৌধুরী প্রশ্নের জবাবে জানান অসম ক্রমশ মুসলিম শাসনের দিকে এগোচ্ছে ।আজ ৪০ শতাংশ মুসলিম জনগোষ্ঠির বাস। ১৯৩৬ সালে অসমে তখন ১০৮ টি বিধান সভার আসন ছিল। সাদুল্লা সায়েব অসমে "গ্রো মোর ফুড "কর্মসূচি রূপায়নের নামে বাঙালি মুসলিমদের নিয়ে এস নিম্ন অসমের পুনর্বাসন ব্যবস্থা করে দেন। অসমের জনসংখ্যা আজ ৪০ শতাংশ থেকেও বেড়ে গেছে।নিম্ন অসম ছেড়ে উজানে কাজের সন্ধানে ছুটে যাচ্ছে। আত্মগোপনকারী সংগঠন যাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে ঢাকার ব্যাংকে একাউন্ট আছে। সেই মালিকদের ফোনের হুমকি তে উজানের আন্দোলন বন্ধ হয়ে গেল।বলে শিলাদিত্য দেব অভিযোগ করেন। তিনি জানান ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের বার্ষিক ,১০ কোটি টাকার বাজেট।
কোন মন্তব্য নেই