Header Ads

কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ ডাক্তার পড়ুয়া বিশাল চক্রান্তের শিকার

ঘর কি ছিল সাজানো, পুলিশের সিজার তালিকা তুলছে অনেক প্রশ্ন

 মৃত  ডাক্তারের কোথায় কি ছিল 

 ১) টেবিলের উপরে রাখা কালো-নীল রঙের ব্যাগ

২) কালো কালিতে হস্তাক্ষরে লেখা কিছু কাগজপত্র। কাগজের পিছনে ইংরেজি শেখা
৩) নীল কালিতে ইংরেজি এবং বাংলায় লেখা কিছু ডায়েরির ছেঁড়া পাতা।
৪) জেনারেল ইমার্জেন্সির এক রোগীর নথি।
৫)মৃতার হস্তাক্ষরে লেখা ওপিডি পেশেন্ট কার্ড।
 ৬) এক ইমার্জেন্সি রোগীর রিপোর্ট।
 ৭) কালো রঙের চশমার ফ্রেম।
৮) চশমার ভাঙা ফাইবার গ্লাস।
৯)লেখার খাতা।
 ১০) স্পাইরাল ফাইন্ডিং করা।
১১)হালকা সবুজ রঙের কলম 
১২) একটি নীল রঙের জিনস।
১৩) ম্যাট্রেস থেকে পাওয়া সাদা রঙের খামে কালো চুলের অংশ।
২৪) সাদা এবং ধূসর রঙের চুলের ক্ল্যাচার।
১৫) নীল এবং কালো রঙের একটি লুমা কোম্পানির ইয়ারফোন।
 ১৬) কালো রঙের মাউস।
 ১৭) প্যাক করা অবস্থায় ডিসপোজেবল মাইথ গার্ড
 ১৮) নীল রঙের সার্জিক্যাল মাস্ক।
 ১৯) নীল রঙের ভিভো কোম্পানির মোবাইল ফোন এবং পাওয়ার ব্যাঙ্ক ও তার।
 ২০) দু'টো লাল রঙের কম্বল।
২১) কালো রঙের ল্যাপটপ 
২২) সরকারি স্ট্যাম্প থাকা নীল রঙের চাদর।
 ২৩) ম্যাট্রেসের ছেঁড়া কাপড়।
২৪) ২৩ নম্বর সিজারের আর একটি নমুনা।
 ২৫) ম্যাট্রেস থেকে পাওয়া সাদা সিহেটিক কটন
 ২৬) তরল ভরা সবুজ রঙের ফাইবারের জলের বোতল।
 ২৭) ধূসর এবং কমলা রঙের       একজোড়া জুতো 
 ২৮) আর একটি ব্যাগ 
 ২৯) দু'টো টিফিন বাক্স
 ৩০) স্টেথোস্কোপ (আনন্দবাজার পত্রিকা সূত্রে প্রাপ্ত)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.