২৬ দিন পর কলকাতা আর জি কর প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ গ্রেফতার
নয়া ঠাহর ,কোলকাতা , সন্দীপ ঘোষ কে আর্থিক দূর্নীতি তে গ্রেফতার। আজ বিধানসভায় ধর্ষনের বিরুদ্ধে গ্রেফতার ও ফাঁসির সুপারিশ করে আইন করার জন্যে আজ বিধানসভা ডাকা হচ্ছে। সন্দ্বীপের বাবা ও ছেলের ফাঁসি শাস্তি দাবি করেছেন। এদিকে কলকাতা বিবি গাঙ্গুলি স্ট্রীট এ গতকাল থেকে লালবাজার অভিযান শুরু করেছে গতকাল বিকাল ৫টা থেকে। আন্দোলন কারীরা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ সহ পাঁচটি দাবী জানিয়েছে। প্রতিবাদের রাতে আন্দোলনকারীরা রাত জাগেন। আজ ও ডাক্তার ধর্ষণ খুনের অপরাধীদের ধরা যায়নি। সন্দীপ ঘোষ ছাড়াও প্রধান অভিগোগকারী আখতার আলি ,সন্দীপ ঘোষের সিকিউকিউরিটি গার্ড কে সিবিআই গ্রেফতার করেছে। লালবাজার ঘেরাও ডাকা আন্দোলনকারীরা সারারাত জেগে ছিলেন অরিজিৎ সিং এর গান কে সম্বল করে রাত জাগেন আন্দোলনকারীরা। সন্দ্বীপের দুজন ভেন্ডর, বিপ্লব সিং, সুমন হাজরা তিরিক্ত দেহ রক্ষী আফসার আলী ,আখতার আলি গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার মা বাবা আন্দোলনকারীদের সমর্থন করেছেন।
কোন মন্তব্য নেই