"চুক্তি ভিত্তিক কর্মী রা অপরাধ সংঘটিত করেছে " আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
অমল গুপ্ত ,কোলকাতা: কলকাতার বিশ্ব কাঁপানো ডাক্তার হত্যার সিবিআই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বিচলিত বোধ করেছেন। সিবিআই মুখ বন্ধ খামে গোপন রিপোর্ট পেশ করেন। এক সিভিক পুলিশ কে অপরাধী হিসাবে গ্রেফতার করা হয়েছে।সে ছিল চুক্তিভিত্তিক কর্মী হাসপতালে এক হাজারের বেশি চুক্তি ভিত্তিক কর্মী কাজ করছেন।তাদের বদলে রাজ্যে পার্মানেন্ট পুলিশ নিয়োগ করতে হবে। চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জুনিয়র ডাক্তারদের আইনজীবীব অভিযোগ বর্তমানে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন এতবড় ঘটনা মাত্র ২৭ মিনিট ফুটেজ শেষ হয়ে গেল? রাজ্যের আইনজীবি কপিল সিব্বল জবাবে ক্লিপিংস জমা দেওয়ার কথা জানান। বিচারপতি বলেন কর্মরত তরুণী চিকিৎসকের সংখ্যা পুরুষ দের সমান তাদের ওপর আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। আজ সরকারের আইন জীবি কপিল সিব্বল সুপ্রিম কোর্টে লাইফ স্ট্রিমিং এর বিরোধিতা করেন। মূখ্য বিচারপতি জানান জনস্বার্থে এই ব্যাবস্থা থাকা উচিত। মুখ্য বিচার পতি মেডিক্যাল কলেজে প্রবেশ পথে বায়োমেট্রিক পরীক্ষা ব্যবস্থা করার নির্দেশ দেন। চুক্তিভিত্তিক নয় স্থায়ী পুলিশ নিয়োগ করতে হবে।
কোন মন্তব্য নেই